রিজার্ভ বেড়ে ৩২.৭৯ বিলিয়ন ডলার
বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার।
গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন জানান, আইএমএফের হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী দেশে রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৮১১ কোটি ২৩ লাখ ডলারে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ২৭৯ কোটি ৮৩ লাখ ২০ হাজার ডলারে।
এর আগে গত ২৪ নভেম্বর আইএমএফের হিসাব অনুযায়ী (বিপিএম-৬ পদ্ধতি) দেশে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৬৩৭ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার। ওই সময়ে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১০৮ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশের রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

নিজস্ব প্রতিবেদক