এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি (রুটিন) প্রকাশিত হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে এইচএসসির লিখিত পরীক্ষা, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। রুটিন অনুযায়ী সকাল শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। আর বিকেল শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আজ বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার সময় দুই ঘণ্টা। এরমধ্যে এমসিকিউয়ের জন্য ২০ মিনিট এবং রচনামূলক/ সৃজনশীল পরীক্ষার সময় এক ঘণ্টা ৪০ মিনিট। এছাড়া পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। আর এমসিকিউ ও রচনামূলক অংশের পরীক্ষার মধ্যে সময়ের কোনো বিরতি থাকবে না।

চলতি বছর পুনর্বিন্যাস পাঠ্যসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তার নম্বর দেওয়া হবে।

রুটিন লিংক