জবি শিক্ষার্থীকে যৌন হয়রানি, দেখেও এগিয়ে আসেনি কেউ
পুরান ঢাকার কলতাবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৫তম আবর্তনের এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন। গতকাল রোববার রাত ৯টা ২০ মিনিটের দিকে পুরান ঢাকার কলতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে বাসায় যাওয়ার পথে কলতাবাজার এলাকায় একজন যুবক ভুক্তভোগী ছাত্রীকে পিছন থেকে জড়িয়ে ধরে। তখন ওই শিক্ষার্থী চিৎকার করলে যুবক পালিয়ে যায়। এ সময় আশপাশে অনেকে থাকলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘কবি নজরুল সরকারি কলেজের পাশে উইনস্টন স্কুলের গলিতে প্রবেশ করলে আনুমানিক পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার এক ছেলে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে এবং শারীরিকভাবে হয়রানি করে।’
এ ঘটনার পর খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সূত্রাপুর থানা পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা রাস্তার পাশে থাকা সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করেছি।’
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। আমরা দ্রুত অভিযুক্তকে খুঁজে বের করব।’