জকসুর শীর্ষ তিন পদে শিবির সমর্থিত রিয়াজুল, আলিম ও মাসুদ নির্বাচিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) হিসেবে রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা নির্বাচিত হয়েছেন। তারা সবাই ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে নির্বাচিত হন।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাসুদ রানা ৫ হাজার ২ ভোট পেয়ে জয় লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের বি এম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।
গত মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। জকসু নির্বাচনে ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। তবে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক