জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক চতুর্থ বর্ষের স্থগিত সব লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল ও মাদারীপুরের শিক্ষার্থীরা। এর মধ্যে বরিশাল বি এম কলেজের শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজের সামনে সড়ক অবরোধ করেন। এ ছাড়া একই সময়ে মাদারীপুর সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
বরিশাল থেকে প্রতিনিধি আকতার ফারুক শাহিন জানিয়েছেন, আন্দোলনরত বি এম কলেজের শিক্ষার্থীরা জানান, আকস্মিকভাবে পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় তাঁদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
অবরোধের ফলে সড়কের দুপাশে বিপুল যানবাহন ও সাধারণ মানুষ আটকা পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দাবি পূরণে ব্যবস্থা নেবে—কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের এমন আশ্বাস দিলেও আন্দোলনকারীরা অবরোধ তুলে নিতে রাজি হননি। ঘটনাস্থলে বিপুল পুলিশ মোতায়েন রয়েছে।
মাদারীপুর থেকে প্রতিনিধি এম আর মুর্তজা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে কলেজগেট এলাকায় এসে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ও জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অনার্স ও মাস্টার্সসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষা নেওয়ার দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সোমবার এ তথ্য জানানো হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে বলেও জানানো হয়।