জাবিতে মওলানা ভাসানী হলের প্রথম পুণর্মিলনী

Looks like you've blocked notifications!
মওলানা ভাসানী হলের প্রথম পুণর্মিলনী। ছবি : এনটিভি অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মওলানা ভাসানী হলের প্রথম পুনর্মিলনী আজ। এ উপলক্ষে গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্ভোদন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।

এর আগে সকাল সাড়ে আটটায় উপহার সামগ্রী গ্রহণ করেন হলের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।

বেলা ১১ টায় ভাসানী হলের সামনে ভাসানী চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। এরপর বাচ্চাদের খেলাধুলা, ক্যাম্পাস ভ্রমণ, ফটোসেশন শেষে নামাজের বিরতি ও দুপুরের খাবার গ্রহণ হবে।

এরপর বেলা ২ টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা চলবে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত। এরপর সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অতিথিদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের এম. পি জনাব মোহাম্মদ এবাদুল করিম। 

আলোচনা শেষে ফানুস উড়ানো ও র‍্যফেল ড্র অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে ব্যান্ড শোর মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

মওলানা ভাসানী হল ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। তখন থেকে বর্তমান আবাসিক হলের ছাত্রদেরকে নিয়ে ১ম পুনর্মিলনীর আয়োজন হয়।