জাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি, যুবকের সাত দিনের কারাদণ্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থীর প্রক্সি পরীক্ষা দিতে আসা তৌহিদুল হাসান শিপন নামের এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার ভর্তি পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষকের কাছে ধরা পড়েন তিনি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার রাতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার পঞ্চম শিফটে দায়িত্ব পালনরত শিক্ষকের কাছে তৌহিদুল হাসান শিপন নামের ওই যুবক ধরা পড়েন। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাভার উপজেলা মোহাম্মদ রহমত উল্লাহ ওই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
তৌহিদুল হাসান শিপন শরীয়তপুর জেলার বাসিন্দা। শিপন জানান, বগুড়া সদর উপজেলার একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা মো. নাজমুল হক নামের এক শিক্ষার্থীর হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।