জাবির ডেপুটি রেজিস্ট্রার শাহিনকে বদলি, ৫ সদস্যের তদন্ত কমিটি
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা-১) সুদীপ্ত শাহিনকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) জাবি কার্যালয়ে সাময়িক বদলি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক অফিস আদেশে সুদীপ্ত শাহিনকে এই সাময়িক বদলি করা হয়।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জাবির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
সুদীপ্ত শাহিনের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহীকে সভাপতি করে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আব্দুল হালিম, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাহউদ্দিন ভূঁইয়া, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান ভূঁইয়া এবং ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান।
জাবির সাবেক ছাত্রলীগনেতা শামীম মোল্লা হত্যা মামলার বাদী ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত এড়িয়ে আসামির তালিকা ক্রমবদল করেন তিনি। অপরাধের মাত্রা অনুযায়ী অন্যতম প্রধান আসামিকে শেষের তালিকায় এবং সর্বশেষ তালিকায় থাকা আসামিকে শীর্ষ আসামি হিসেবে লিপিবদ্ধ করেন তিনি।
এ ছাড়া তদন্ত কমিটিকে প্রাক্তন শিক্ষার্থী শামীম মোল্লার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় নিরাপত্তা শাখার কর্মকর্তাদের অদক্ষতা, নির্লিপ্ততা ও অবহেলা পরিলক্ষিত হওয়ার বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, সুদীপ্ত শাহিন নিজেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মালয়েশিয়া টুংকু আব্দুর রহমান ইউনিভার্সিটিতে অনার্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শহীদ শ্রাবণ গাজী হত্যা মামলার আসামি।
গত ১৮ সেপ্টেম্বর ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করা হয় জাবির ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মোল্লাকে। সেই মামলায় সুদীপ্ত শাহিন বাদী হয়ে আট শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যা মামলা করেন আশুলিয়া থানায়। পরে মামলার ক্ষেত্রে ব্যত্যয় ঘটানোর অভিযোগে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।