জাবি ভর্তি পরীক্ষায় অসদুপায়ের দায়ে ঢাবি শিক্ষার্থীসহ আটক ৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চলমান ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে চারজনকে আটক করেছে কর্তব্যরত কক্ষ পরিদর্শক। আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটক শিক্ষার্থীরা হলেন রাফি হোসেন সাজিদ, সাদিয়া আমির মাহি, মো শাহরিয়ার হোসেন। এ ছাড়া ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. এহসানুল হক।
প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা এবার অভিনব কায়দায় পরীক্ষায় নকল করতে দেখছি। চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করছে শিক্ষার্থীরা। এ ছাড়া একজন শিক্ষার্থী প্রক্সি দিতে আসায় আমরা ধরেছি। সে সম্পূর্ণভাবেই তার প্রবেশপত্র পরিবর্তন করেছিল। ফলে তাকে খুঁজে পাওয়া সহজ ছিল। আমরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছি। ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে আমরা এদের সবার এ বছরের সব পরীক্ষা বাতিল করেছি।

জাবি সংবাদদাতা