ডুফা ক্লাবের নতুন সভাপতি রোমেল, সম্পাদক প্যারিস

Looks like you've blocked notifications!
ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স বা ডুফা ক্লাবের সদস্যরা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স বা ডুফা সদস্যদের নিয়ে গঠিত ডুফা ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত শনিবার সংগঠনটির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে রফিক উল্লাহ রোমেল সভাপতি, টি এম নূরুল আমিন প্যারিস সাধারণ সম্পাদক ও মনজুর ই আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

ভোটে নির্বাচিত অন্য ডিরেক্টররা হলেন : সুজন মাহমুদ, শরিফা বেগম মনি, খোন্দকার শাহ্ আলম, রাকিব হাসনাত সুমন, নাহিদ হোসেন, মিহির লাল দে, দেলোয়ার হোসেন মিরাজ, শ্যামলী বেগম, মোমেনা আহমেদ মম ও ইশরাত জাহান শাহানা।

নির্বাচিত এ কমিটি আগামী দুই বছর মেয়াদের দায়িত্ব পালন করবে।

শনিবার বিকেল ৩টায় ডুফা ক্লাবের বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভার শুরুতে ডুফার প্রয়াত বন্ধুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আহ্বায়ক কমিটি ক্লাবের সদস্যদের সামনে আয়-ব্যয়ের হিসাবসহ ক্লাবের কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করে। সভায় ডুফার গঠনতন্ত্রের ওপর ব্যাপক আলোচনার পর সদস্যদের ভোটে তা গৃহীত হয়।