ঢাকার শিক্ষার্থীদের অনাবাসিক প্রশিক্ষণের সুযোগ দেবে পিআইবি
ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতার ওপর তিন দিনব্যাপী অনাবাসিক প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের ই-লার্নিং প্ল্যাটফরম। গত রোববার ইনস্টিটিউটের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের ই-লার্নিং প্ল্যাটফরমের ম্যানেজার শিপন মীর জানান, 'ঢাকায় অধ্যয়নরত সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে তিন দিনব্যাপী অনাবাসিক প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে পিআইবি। এতে সর্বোচ্চ ৩৫ শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে৷ প্রশিক্ষণটি সেপ্টেম্বর মাসে পিআইবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে৷'
তিনি আরও জানান, 'আগ্রহী প্রার্থীরা প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য দ্রুত আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে৷ তাদের মধ্য থেকে ৩৫ জন শিক্ষার্থীকে নির্বাচন করে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে৷'
আবেদন করবেন যেভাবে
পিআইবির ফেসবুক পেইজে দেওয়া গুগল ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে৷ নিজের নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও যাবতীয় তথ্য পূরণ করে আবেদন ফরমটি সাবমিট করতে হবে৷ আবেদন করতে লিংকে (https://forms.gle/FGDmx8WmBWhsXJHs5) প্রবেশ করুন৷