বিসিএস নন-ক্যাডারদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, ছাত্র অধিকার পরিষদের নিন্দা
৪০তম বিসিএস নন-ক্যাডারদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ মঙ্গলবার ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান
বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, শিক্ষার্থী, চাকরিপ্রার্থীসহ যেকোন গোষ্ঠীর যৌক্তিক আন্দোলনে সব সময় সংহতির জানিয়ে পাশে থাকে। আমরা গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারি, ছয় দফা দাবিতে পিএসসি ভবনের সামনে গত ৩০ অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি করে আসছিল ৪০তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশপ্রত্যাশী ও চাকরিপ্রার্থীরা। আন্দোলনের তৃতীয় দিন আজ বিকেলে পুলিশ হামলা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়, যা সাংবিধানিক ও নাগরিক অধিকার বহির্ভূত। পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই।