যবিপ্রবিতে র্যাগিংয়ের দায়ে ১৩ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার
র্যাগিং-এর দায়ে ১৩ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে বহিষ্কার করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্তৃপক্ষ। শহীদ মশিউর রহমান হলের প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদ স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
হল থেকে বহিষ্কার করা শিক্ষার্থীদের মধ্যে তিন জনকে স্থায়ীভাবে এবং বাকি ১০ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ উঠেছে, ওই শিক্ষার্থীরা গত ১৭ এপ্রিল রাতে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির আলমকে হলে ডেকে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন চালান। এমন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।