রাবির ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮০ শতাংশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের ভর্তি পরীক্ষা। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে সন্তুষ্ট হয়েছেন ভর্তিচ্ছু, অভিভাবক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষায় উপস্থিত ছিল ৮০ শতাংশ শিক্ষার্থী।
আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট তিনটি শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিট ও ৫ অক্টোবর ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, প্রথম দিনের ‘সি’ ইউনিটের পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী ছিল ৪৪ হাজার ১৯৪ জন। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৩ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১০ হাজার ৭৪১ জন। এতে উপস্থিতির হার ছিল ৭৬ শতাংশ।
ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ‘এ’ ইউনিটে নিবন্ধিত শিক্ষার্থী ছিল ৪৩ হাজার ৫৫৮ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৬ হাজার ৪১৮ জন। অনুপস্থিত ছিল মোট সাত হাজার ১৭০ জন শিক্ষার্থী। এতে উপস্থিতির হার ছিল ৮৪ শতাংশ।
এ ছাড়া আজ ভর্তি পরীক্ষার শেষ দিনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী ছিল ৩৯ হাজার ৮৯৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১ হাজার ৫১৭ জন শিক্ষার্থী। এতে উপস্থিতির হার ৭৯ শতাংশ।
এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট আবেদন করেছে এক লাখ ২৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী। এতে অংশগ্রহণ করেছেন মোট এক লাখ এক হাজার ৩৮২ জন ভর্তিচ্ছু। মোট উপস্থিতির হার ৮০ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৫৪৮ জন। অনুপস্থিতির হার ২০ শতাংশ।
এদিকে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। কোনো ধরনের জালিয়াতি বা অপ্রীতিকর ঘটনা ছাড়া পরীক্ষা সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ভর্তি পরীক্ষা দিতে সিরাজগঞ্জ থেকে এসেছেন সুমাইয়া নিশাত। তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরের সার্বিক ব্যবস্থাপনা আমাদের বেশ ভালো লেগেছে। বিনোদপুর গেট দিয়ে ঢোকার পর স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় খুব সহজেই পরীক্ষার হলে যেতে পেরেছি।
স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনের সামনে অপেক্ষা করছিলেন এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়টি অনেক গোছানো। চারপাশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। ক্যাম্পাসের প্রতিটি মোড়ে মোড়ে ভবন নির্দেশক দেওয়া আছে। ফলে সহজেই পরীক্ষার হলে আসতে পেরেছি। হলের সামনে অভিভাবকদের জন্য ছায়ার মধ্যে ছাউনি টানিয়ে বসার জায়গা তৈরি করায় সময়টা খুব ভালোভাবেই পার করলাম।
রংপুর থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসেছেন মারুফ আহমেদ। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় রাজশাহী এসে মসজিদে উঠেছি। এর আগে অনলাইনে হোটেল খুঁজেও পাইনি। তবে মসজিদে থাকতে কোনো কষ্ট হয়নি। ক্যাম্পাসে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকায় কোনো সমস্যায় পড়তে হয়নি। তবে ভ্রাম্যমাণ টয়লেটের সংখ্যা আরও বেশি হলে সবার জন্য ভালো হতো।
ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমরা বেশ আনন্দিত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক সহযোগিতায় এবারের পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’