শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন তাঁরা।
এরই মধ্যে জরুরি সভায় বসেছে রাবি প্রশাসন। ওই সভা থেকে শিক্ষার্থীদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অবস্থানরত শিক্ষার্থীরা।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে প্রশাসনের জরুরি সভা থেকে ক্লাস ও পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত আসে। তবে আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় তা অনিশ্চিত হয়ে পড়ে। এতে ফুঁসে ওঠেন রাবির শিক্ষার্থীরা। শুরু করেন অবস্থান কর্মসূচি।
এমন পরিস্থিতিতে আজ বিকেলে ৫টায় জরুরি সভা ডাকে রাবি প্রশাসন৷ এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই জরুরি সভার সিদ্ধান্তের কথা জানা যায়নি।
অবস্থান কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিব বলেন, ‘প্রায় দেড় বছর পর বিশ্ববিদ্যালয় খুলেছে। সামনে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা৷ এর মধ্যেই আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের টালবাহানা চলছে। রাবি প্রশাসনের সভা থেকে শিক্ষার্থীদের পক্ষে সিদ্ধান্ত না এলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক হোসেন বলেন, ‘এখানে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা পড়ালেখা করেন। পড়ালেখা শেষে দ্রুত সংসারের হাল ধরার কথা ভাবেন তাঁরা। অথচ দিনের পর দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তাঁদেরকে হতাশায় ভুগতে হচ্ছে।’
অবস্থান কর্মসূচিতে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন মিলন বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মিটিং চলছে। আমরা আশা করবো, সেখান থেকে শিক্ষার্থীবান্ধব একটি সিদ্ধান্ত আসবে৷’