শীর্ষস্থান ধরে রেখেছে মজিদ জরিনা ফাউন্ডেশন কলেজ
শরীয়তপুর জেলায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তাদের ফলাফলে বরাবরের মতো এ বছরও শীর্ষস্থান ধরে রেখেছে।
প্রতিষ্ঠানটি থেকে এ বছর মোট ৪৮৫ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করে, তার মধ্যে ৪৮৪ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ২৪৭ জন।
শরীয়তপুর জেলায় এটাই প্রথম কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে ২৪৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯.৭৯%। ফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলি বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেন।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে রেকর্ড সংখ্যক জিপিএ ৫ পেয়েছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এইচএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগে শতভাগ শিক্ষার্থী পাস করার কৃতিত্ব দেখিয়েছে।
বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৪৮৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪৭ জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরিদ আল হোসাইন বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এই সফলতার মূল নেয়ামত। প্রতিষ্ঠানটি এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। ভবিষ্যতে আমরা শিক্ষার সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। প্রতিষ্ঠানটির এ গৌরব উজ্জ্বল সফল্য কৃতিত্বের ধারা অব্যাহত রাখতে সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেন।