প্রাথমিকে শিক্ষক নিয়োগে শুক্রবারের লিখিত পরীক্ষা পেছাল
স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে শুক্রবারের (২ জানুয়ারি) লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ৯ জানুয়ারি শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারির পরিবর্তে আগামী ৯ জানুয়ারি শুক্রবার একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এ পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের নিয়োগ পরীক্ষায় দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন। গড়ে প্রতিটি পদের বিপরীতে পরীক্ষা দেবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী।
প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। আর দ্বিতীয় ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
দুই ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আট বিভাগের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা একযোগে ২ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র গত শনিবার থেকে ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন পরীক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক