৪০তম বিসিএস : মৌখিক পরীক্ষার দিন কী পোশাক পরবেন?
৪০তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন তিন লাখ ২৭ হাজার জন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। তাঁদের মধ্য থেকে লিখিত পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার ৯৬৪ জন। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রতিযোগীদের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেছেন ৩৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ আজহারুল ইসলাম সনেট (বর্তমানে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটিতে সহকারি সচিব পদে কর্মরত)।
আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে। বিসিএস পরীক্ষার শেষ ধাপ হচ্ছে মৌখিক পরীক্ষা। যেহেতু লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষার আগে সময় কম থাকে, সেহেতু এই সময়ে নিজেকে প্রস্তুত করে তুলতে পরীক্ষার্থীদের কিছু রুটিন মেনে চলা উচিত। ৪০তম বিসিএসের ভাইভার প্রাক-প্রস্তুতি নিয়ে প্রথম দুই পর্বে আলোচনা করেছি। মৌখিক পরীক্ষায় অন্যান্য বিষয়ের সঙ্গে পোশাক-পরিচ্ছদও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পর্বে সে বিষয়ে কিছু আলোচনা করা হলো।
মৌখিক পরীক্ষার দিন অবশ্যই ফরমাল ড্রেস পরে যাবেন। বলা বাহুল্য, ছেলেদের জন্য শার্ট সাদা কিংবা হালকা রঙের শার্ট হলে ভালো হয়। সঙ্গে কন্ট্রাস্টিং প্যান্ট। কাপড়ে যতদূর সম্ভব ঝকঝক স্টাইল পরিহার করে প্লেইন ধরনের কিছু বাছাই করুন। খেয়াল রাখবেন, আপনার জুতার রং আর বেল্টের রং যেন একই হয়। যেমন – আপনি যদি কালো বেল্ট পরেন, তাহলে জুতা যেন কালো রঙেরই হয়।
যদি আপনি দাড়ি রাখেন, তাহলে তা যেন কোনো বিশেষ স্টাইল করা দাড়ি না হয়। আর যদি ক্লিন শেভড হিসেবে সাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে সেভাবেই যাবেন। খোঁচা-খোঁচা কিংবা স্টাইল করা চিপ-দাড়ি-গোঁফ নিয়ে যাবেন না। এটা নিয়ে কথা শোনার কিংবা আপনার অবমূল্যায়ন হওয়ার আশঙ্কা আছে।
আপনার ভাইভা যাঁরা নেবেন, তাঁরা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বহুদিন আসীন হওয়া উচ্চপদস্থ লোকজন। তবে উনাদের সামনে শিক্ষক-ছাত্র সম্পর্কের মতো একটা ভাইভা হবে, এই আশা নিয়ে যাবেন।
চুলের পারিপাটিও আবশ্যক। তবে আপনার মাথায় টাক পড়ে গেছে কিংবা চুল সাদা হয়ে গেছে—এ নিয়ে ঘাবড়াবেন না। যদি আপনার ভাইভা শীতের মধ্যে হয়, চেষ্টা করবেন ব্লেজার বা ফরমাল ব্লেজার পরিধান করতে।
মেয়েদের জন্য মার্জিতভাবে শাড়ি পরে ভাইভা দিতে যাওয়া উত্তম। তবে নিতান্তই অভ্যাস না থাকলে, আপনি সালোয়ার কামিজ পরেও যেতে পারেন। যেহেতু পরীক্ষা দিনের বেলা অনুষ্ঠিত হয়, তাই হালকা রঙের পোশাক নির্বাচন করুন। অতিরিক্ত মেকআপ না নেওয়াই ভালো। হাতঘড়ি পরতে পারেন। তবে চুড়ি বা ভারী অলংকার পরা থেকে বিরত থাকুন। অনেকেই সুন্নতি পোশাক কিংবা বেশভূষায় অভ্যস্ত। একদিনের জন্য নিজের পোশাকে পরিবর্তন আনার পরামর্শ দেব না। কারণ, আপনার পরিপাটি থাকাই এখানে মুখ্য।
আজহারুল ইসলাম সনেট (বর্তমানে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটিতে সহকারি সচিব পদে কর্মরত)