সিলেটে পাসের হার কমেছে, দ্বিগুণ হয়েছে জিপিএ ৫
গত বছরের চেয়ে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে দ্বিগুণ পরিমাণ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
এ বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২৫৫ জন। গত বছর এই সংখ্যা ছিল চার হাজার ৯৫৬। অর্থাৎ গতবারের চেয়ে এবার পাঁচ হাজার ২৯৯ জন বেশি জিপিএ ৫ পেয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল ইসলাম।
তবে এ বছর জিপিএ ৫ প্রাপ্তের সংখ্যা বাড়লেও কিছুটা কমেছে পাসের হার। প্রকাশিত ফলাফলে দেখা যায়, সিলেটে ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৩৭ শতাংশ। যা গত বছরের থেকে দশমিক ২২ শতাংশ কম। গত বছর পাসের হার ছিল ৯৩.৫৯।
এ বছর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র চার হাজার ৪৫৭ জন ও ছাত্রী পাঁচ হাজার ৭৯৮ জন।
বোর্ডের অধীনে সিলেট জেলায় সর্বাধিক চার হাজার ৯৮৯ জন জিপিএ ৫ পেয়েছে। এ ছাড়া সুনামগঞ্জ জেলায় এক হাজার ৪৬৮ জন, হবিগঞ্জ জেলায় এক হাজার ৬৭২ জন এবং মৌলভীবাজার জেলায় দুই হাজার ১২৬ জন জিপিএ ৫ পেয়েছে।
গত ১ নভেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। ১৭ নভেম্বর পরীক্ষা শেষ হয়। আজ সেই পরীক্ষার ফল ঘোষিত হলো।

মারুফ আহমেদ, সিলেট