সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান মুশফিকের
সবার আশপাশের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দীক্ষা’ আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন মুশফিক। এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০১৫ উপলক্ষে শিক্ষা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে গড়ে উঠা সংগঠন দীক্ষার ‘শিক্ষামেলা’র উদ্বোধন করেন মুশফিক। পরে দীক্ষার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।
‘দীক্ষা’র স্বেচ্ছাসেবী শিক্ষকদের (জাবি শিক্ষার্থী) ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম বলেন, ‘এই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানে কী পরিমাণ শ্রম দিতে হয় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তা টের পাই না। কিন্তু তোমরা সেই কাজটাই করে যাচ্ছ। তবে এ ক্ষেত্রে এসব শিক্ষার্থীর স্বাস্থ্য শিক্ষা এবং অন্যান্য দিকেও নজর দিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে মুশফিকুর রহিম বলেন, ‘আমাদের চারপাশে অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে। আমরাও তাদেরই একজন হতে পারতাম। তবে আল্লাহর রহমতে তা হইনি এবং আমরা তাদের চেয়ে ভিন্ন রকম পরিবারে জন্ম নিয়েছি। তাই আমাদের নিজের অবস্থান থেকে এসব সুবিধাবঞ্চিত শিশুর পাশে দাঁড়াতে হবে।’
এসব শিশুর শিক্ষাদানে কাজ করায় ‘দীক্ষা’র স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান মুশফিক। স্বেচ্ছাসেবীদের উদ্দেশে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরাও দেশের জন্য খেলি। তবে আপনাদের এ প্রচেষ্টার চেয়ে ভালো কাজ খুব কমই আছে। কারণ বাচ্চাদের শিক্ষাদান খুব কষ্টসাধ্য।’
এ ছাড়া ভবিষ্যতে যেকোনো সময় এমন মহৎ কাজের পাশে থাকবেন বলেও জানান দেশবরেণ্য এ ক্রিকেটার। এ সময় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে সবার কাছে দোয়া চান মুশফিক।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, দীক্ষার সভাপতি উজ্জ্বল আকন্দ, সাধারণ সম্পাদক নাবিদ উজ-জামান প্রমুখ উপস্থিত ছিলেন।