দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/07/460547474_1071034971058780_5133503005199092601_n.jpg)
আফগানিস্তানের বিপক্ষে যখন সাত নম্বরে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম তখনই শঙ্কা জেগেছিল। উপরে ব্যাট করা মুশফিক কেন এত পরে নামলেন সেটা নিয়ে শঙ্কা হওয়াটাই স্বাভাবিক। অবশেষে জানা গেল কারণ—আঙুলে চোট পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। যার জন্য আফগানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে খেলা নিয়েও জেগেছে শঙ্কা।
আফগানিস্তানের বিপক্ষে উইকেটকিপিংয়ের সময় চোট পান মুশিফক। জানা যায়, তার বাঁ হাতের আঙুলে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে ব্যাটিংয়ে নামলেও শেষ পর্যন্ত ব্যথা বাড়ায় জেগেছে শঙ্কা।
ব্যাট করতে নেমেও কাল সুবিধা করতে পারেননি মুশফিক। ব্যাট হাতে নামার তিন বল পরেই গজনফরের বলে বোল্ড হন তিনি। তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান।
ম্যাচটিতে আফগানদের কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানরা। প্রথম ম্যাচ হারায় দ্বিতীয়টি এখন বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে আগামী শনিবার (৯ নভেম্বর) ফের আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।