বিপিএল নিলাম
দল না পেয়ে কী বললেন মুশফিক?
বিপিএলের দ্বাদশ আসরে দল পাননি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। নিলামে 'বি' ক্যাটাগরিতে রাখা হয়েছিল দেশের ক্রিকেটের দুই কিংবদন্তিকে। কিন্তু, তাদের দলে নেওয়ার আগ্রহ দেখাননি কেউ। অবিক্রীতই থেকে যান দুজন।
দল না পেয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন মুশফিক। তিনি লিখেছেন ' সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।' যা বাড়িয়েছে রহস্য। নিলামে 'সি' ও 'ডি' ক্যাটাগরিতে অবিক্রীত খেলোয়াড়দের নাম ফের ডাকা হলেও 'বি' থেকে ডাকা হবে না। সেক্ষেত্রে নিলাম থেকে মুশফিক-মাহমুদউল্লাহর দল পাওয়ার সম্ভাবনা নেই। তবে, ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে তোলা হতে পারে মুশফিককে।
বিপিএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে এক যুগ পর। আজ রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে নিলাম। প্রথম খেলোয়াড় হিসেবে নিলামে তোলা হয় মোহাম্মদ নাঈম শেখকে। জাতীয় দলের এই তারকা ব্যাটার ছিলেন 'এ' ক্যাটাগরিতে। যার ভিত্তিমূল্য শুরু হয় ৫০ লাখ টাকা থেকে।
দফায় দফায় বিডের পর নাঈম শেখকে দলে ভেড়ায় চট্টগ্রাম রয়্যালস। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে নেয় দলটি।
এতেই আসন্ন বিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার বনে যান নাঈম। কারণটা সহজ। 'এ' ক্যাটাগরিতে কেবল দুজন ক্রিকেটারকে রাখা হয়। নাঈমের সঙ্গে ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। লিটনকে রংপুর রাইডার্স কিনে নেয় ৭০ লাখ টাকায়। ফলে, নাঈমকে টপকানোর সুযোগ নেই।
নিলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, 'এবারের বিপিএল আমাদের জন্য চ্যালেঞ্জিং। বিপিএল খালি বিপিএল নয়, আমাদের নজর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে। আশা করি, এখান থেকে ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স করবে। সেরা পারফরম্যান্সটাই আমরা আশা করছি।'

ক্রীড়া প্রতিবেদক