গণমাধ্যমের কণ্ঠরোধ করতেই মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা
গণমাধ্যমের কণ্ঠরোধ করতেই বহুল প্রচারিত ইংরেজী পত্রিকা ‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা ও সমন জারি করা হচ্ছে দাবি করে বিবৃতি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।
আজ বৃহস্পতিবার সংগঠনের সভাপতি বেলাল হোসাইন রাহাত ও সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজন স্বাক্ষরিত এক বিবৃতিতে মামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয়।
বিবৃতিতে তাঁরা বলেন, মাহফুজ আনাম সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে সংবাদ প্রকাশের ব্যাপারে ভুল স্বীকার করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। এ ঘটনায় তাঁকে সাধুবাদ জানানোর পরিবর্তে বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যা গণমাধ্যমের কণ্ঠরোধ ও স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে ভীতি প্রদর্শনের শামিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মনে করে, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য এমন শীর্ষস্থানীয় সম্পাদকের বিরুদ্ধে এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা অব্যাহত রেখেছে। যা স্বাধীন গণমাধ্যমের জন্য অন্তরায়। অবিলম্বে সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় জাবি সাংবাদিক সমিতি।