জাবিতে ‘জাহাঙ্গীরনগর শাটডাউন’ কর্মসূচি পালন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নিহতের ঘটনায় ‘জাহাঙ্গীরনগর শাটডাউন’ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।
আজ রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এসময় রাচি নিহতের ঘটনায় দায়ী রিকশাচালককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন।
একইসাথে এ ঘটনায় তাদের ১১ দফা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা। শাটডাউনে বিজনেস স্টাডিজ অনুষদ ও ৫৩ ব্যাচের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।