কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু সোমবার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। অনিবার্য কারণবশত প্রবেশপত্র সংগ্রহের নির্ধারিত সময় একদিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২৫ জানুয়ারি থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার (২৬ জানুয়ারি) থেকে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার আগমুহূর্ত পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র সংগ্রহের সুযোগ পাবেন। সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষার দিন সাথে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।
আবেদনকারীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়