কুবির ভর্তি পরীক্ষা শুরু কাল, প্রতি আসনে লড়বেন ১০৮ জন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই ভর্তি পরীক্ষার প্রথম দিনে অনুষ্ঠিত হবে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ইউনিটে মোট ৩০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৬ হাজার ২৪৭ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করবেন গড়ে ১৫৪ জন পরীক্ষার্থী, যা চলতি বছর কুবির সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ ইউনিট।
ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে, অর্থাৎ ৩১ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। এ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ। এখানে ৩৯০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৫৬৪টি। ফলে প্রতি আসনের জন্য লড়বেন গড়ে ৯৬ জন শিক্ষার্থী।
একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এই ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১২ হাজার ৮০১টি। এতে করে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৬৪ জন শিক্ষার্থী।
সব মিলিয়ে তিনটি ইউনিটে মোট ৯৬ হাজার ৬১২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। মোট ৮৯০টি আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য গড়ে ১০৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন, যা কুবির ইতিহাসে অন্যতম উচ্চ প্রতিযোগিতার বছর হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং অভিভাবকদের কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়