রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফলাফল আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. আখতার হোসেন মজুমদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সস অনুষদভুক্ত ২৬টি বিভাগ ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত। ‘সি’ ইউনিটে গ্রুপ-১ (বিজ্ঞান) এর ৬০ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ৫৯০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১২ দশমিক ৪৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৫০।
এই ইউনিটের গ্রুপ-২ (বিজ্ঞান) এর ৬০ হাজার ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩৭২ জন অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ১১৪ জন উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১১ দশমিক ৪৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮ দশমিক ৫০।
এই ইউনিটের গ্রুপ-৩ (অ-বিজ্ঞান) এর ৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৩৭০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৬৬ দশমিক ৬৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯ দশমিক ৫০।
রাবির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://application.ru.ac.bd/) লগইন করে ভর্তিচ্ছুরা ফলাফল দেখতে পারবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. ছাইফুল ইসলাম বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টায় ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

আবু ছালেহ শোয়েব, রাজশাহী বিশ্ববিদ্যালয়