জাবিপ্রবির ছাত্র হলের নতুন নাম ‘বিজয় ২৪’
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ছাত্র হলের নাম পরিবর্তন নিয়ে সৃষ্ট দীর্ঘদিনের জটিলতা নিরসন হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অনুষ্ঠিত গণভোটে ‘বিজয় ২৪’ নামটি চূড়ান্ত করা হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘হযরত শাহজামাল (র.)’ নামটিকে হারিয়ে এই নতুন নাম জয়যুক্ত হয়।
গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে দিনব্যাপী এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
ফলাফলে দেখা যায়, মোট প্রদত্ত ৩৬৫টি ভোটের মধ্যে ‘বিজয় ২৪’ পেয়েছে ২৩০ ভোট এবং ‘হযরত শাহজামাল (র.)’ পেয়েছে ১৩২ ভোট। ৩টি ভোট বাতিল বলে গণ্য হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এখন থেকে প্রশাসনিকভাবে ছাত্র হলটি ‘বিজয় ২৪ হল’ নামে পরিচিত হবে এবং খুব শীঘ্রই সিন্ডিকেট সভার মাধ্যমে এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৬৮৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতকরা ৫৩.০৫ শতাংশ। ইইই বিভাগের একটি ব্যাচ শিক্ষা সফরে থাকায় তাদের জন্য অনলাইন ভোটিংয়ের ব্যবস্থা করা হয়। তিনটি বুথে দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কর্মী এই ভোটে অংশ নিতে পারেননি।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ছাত্র হলটি আওয়ামী লীগ নেতা মির্জা আজমের নামে ছিল। ৫ আগস্টের পটপরিবর্তনের পর শিক্ষার্থীরা নাম পরিবর্তনের দাবি তুললে এই ভোটাভুটির সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর আগে ছাত্রীদের সম্মতিতে ছাত্রী হলের নাম ‘অপরাজিতা হল’ রাখা হলেও ছাত্র হলের নাম নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছিল।
ফল ঘোষণার পর শিক্ষার্থীরা ‘বিজয় ২৪’ স্লোগানে আনন্দ মিছিল বের করেন। তারা সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে দ্রুত ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আয়োজনের দাবি জানান। পুরো নির্বাচন প্রক্রিয়াটি হলটির ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলীর নেতৃত্বে সাত বিভাগের শিক্ষক প্রতিনিধিরা পরিচালনা করেন এবং সার্বিক নিরাপত্তায় ছিলেন প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)