জাবিতে স্বাধীনতা বইমেলা শুরু ২৪ মার্চ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ২৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে সাতদিনব্যাপী স্বাধীনতা বইমেলা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ মেলা।
আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক ড. তারেক রেজা এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় রেজা বলেন, এবারে মেলায় মোট ৩৯টি প্রকাশনী সংস্থা অংশ নেবে। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সেমিনার।
সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক আবু দায়েন, অধ্যাপক মো. খালেদ হোসাইন, বাংলা সংসদের সাধারণ সম্পাদক (জিএস) তাজুল ইসলাম ত্বহা প্রমুখ উপস্থিত ছিলেন।

জাবি সংবাদদাতা