জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ল্যাব উদ্বোধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগে একটি ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে রসায়ন বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ে ‘অ্যাডভান্স অব টিচিং অ্যান্ড লার্নিং অ্যাট আন্ডারগ্র্যাজুয়েট অ্যান্ড মাস্টার্স লেভেল ইন কেমিস্ট্রি’ শীর্ষক ল্যাবটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান ।
ল্যাব উদ্বোধনের সময় রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহানের সভাপতিত্বে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কাজী সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক নূরে আলম আবদুল্লাহ, প্রক্টর নূর মোহাম্মাদ, প্রকল্পের উপপরিচালক এবং নীল দলের সাধারণ সম্পাদক ড. আবুল কালাম মো. লুৎফর রহমানসহ বিভাগীয় শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ল্যাবের ‘ইউভি-ভিজিবল স্পেক্ট্রোফটোমিটার (সিঙ্গেল অ্যান্ড ডাবল বিম)’-এর সাহায্যে বিভিন্ন খাদ্যের উপাদানের পরিমাণ নির্ণয়সহ পরিবেশসংশ্লিষ্ট বিভিন্ন উপাদান পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। ‘ফোরিয়ার ট্রান্সফর্ম স্পেক্ট্রোফটোমেটার (এফটিআইআর)’-এর সাহায্যে জৈব ও অজৈব বিভিন্ন উপাদান পরীক্ষা-নিরীক্ষা করাসহ ঔষধ শিল্পের বিভিন্ন কাঁচামালের গুণাগুণ নির্ণয় করা যায়। এ ছাড়া ল্যাবের মেগনেটিক সুসেপ্টিবিলিটি ব্যালেন্স, পটেনশমেট্রিক টাইট্রেইর, রোটারি ভেকিউম এভাপোরেটরসহ বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা