১১ দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
আবাসিক শিক্ষার্থী ছাড়া অন্যদের হলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের আবাসিক শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত হল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, এক হলের শিক্ষার্থীরা অন্য হলে যাবে এটাই তো স্বাভাবিক। বন্ধুরা মিলে গ্রুপ স্টাডি করার জন্যও মতিহার হলে আসে। কিন্তু হল প্রাধ্যক্ষের নির্দেশে অন্য শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হয় না।
শিক্ষার্থীরা আরো বলেন, হলের ডাইনিংয়ের খাবারের মান খারাপ হওয়ায় অনেক শিক্ষার্থীই রান্না করে খান। হিটারের ব্যবহার বন্ধ করায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। সব হলের শিক্ষার্থীরা এ সুবিধা পেলেও শুধু মতিহার হলেই হিটার বন্ধ করা হয়েছে।
ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, ‘উপাচার্য এখন রাজশাহীতে নেই। তিনি এলে তোমাদের (শিক্ষার্থী) দাবিগুলো নিয়ে আলোচনা সাপেক্ষে যাথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত ২১ জুলাই মতিহার হলের প্রাধ্যক্ষ ড. আলী আসগর নোটিশের মাধ্যমে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন। পাশাপাশি বৈদ্যুতিক হিটার ব্যবহার নিষিদ্ধ করে শিক্ষার্থীদের হল ডাইনিংয়ে খাওয়া বাধ্যতামূলক করা হয়। হল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের হলে অবস্থান, ওয়াইফাই সমস্যার সমাধান, নেট রুম চালু করা, ডাইনিং ও ক্যান্টিনে নিরাপদ পানি সরবরাহ, খাবারের মান বৃদ্ধি করা, আত্মীয়স্বজনদের হলে প্রবেশের অনুমতি, কর্মকর্তা-কর্মচারীদের সৌজন্যমূলক আচরণ নিশ্চিত, বাসায় নোটিশ দেওয়ার আগে শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান।
এ ব্যাপারে মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আলী আসগরের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

রাবি সংবাদদাতা