জাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল
‘বিতর্ক চলুক, আসুক যুথবদ্ধ আগামী’ এ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল বুধবার পাঁচ দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাবি বিতর্ক সংগঠনের সভাপতি শেখ রাহাত রহমান।
এবারের সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আন্তস্কুল, আন্তকলেজ ও আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি করে মোট ৯৬টি টিম অংশগ্রহণ করবে। দেশের রাজনীতি, অর্থনীতি, জঙ্গিবাদ, নারীর অধিকারসহ নানা বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আগামীকাল বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আবুল হোসেন। আগামী শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সব পর্যায়ের চূড়ান্ত বিতর্ক, পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সহযোগী হিসেবে রয়েছে একমি গ্রুপ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একমি গ্রুপের মার্কেটিং ম্যানেজার মাহবুব আলম, জাবি বিতর্ক সংগঠনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ইব্রাহিম হোসেন, সাদিকা বিনতে মাজহার, রুকাইয়া আলম মৌমিতা, মোজাম্মেল হক তন্ময়।

জাবি সংবাদদাতা