রাবিতে দুই বিভাগের অবস্থান ধর্মঘট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদ ভবনের নবনির্মিত শ্রেণিকক্ষ এবং শিক্ষকদের চেম্বার নতুনভাবে বণ্টনের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে ফিশারিজ ও অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই বিভাগের শিক্ষকরা ওই ভবনে অবস্থান ধর্মঘট পালন করেন।
গত ২৮ আগস্ট ভবনের ছয়টি শ্রেণিকক্ষসহ ১১টি কক্ষে তালা লাগিয়ে দ্বন্দ্বে জড়ান চার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
অ্যাগ্রোনমি ও ফিশারিজ বিভাগের অভিযোগ, কৃষি অনুষদের ডিন অধ্যাপক শাহানা কায়েস ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক হওয়ায় শ্রেণিকক্ষ বণ্টনে বৈষম্য করেছেন।
সরেজমিনে দেখা যায়, নবনির্মিত এসব কক্ষ পুনর্বণ্টন করে বৈষম্য নিরসনের দাবিতে বৃহস্পতিবার ফিশারিজ বিভাগের উপরেজিস্ট্রারের কক্ষের সামনে দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেন ওই বিভাগের শিক্ষকরা। একই সময়ে তার বিপরীত দিকে এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষকরা অবস্থান নেন। দুই বিভাগের শিক্ষকদের অবস্থানের কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হয় অন্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে বেশ কিছু নতুন কক্ষ নির্মাণ করা হয়। এসব কক্ষ কৃষি অনুষদের চার বিভাগের মধ্যে বণ্টন করে দেন অনুষদের ডিন এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক শাহানা কায়েস।
নবনির্মিত ২৫টি শ্রেণিকক্ষের মধ্যে ফিশারিজ বিভাগ দুটি, অ্যাগ্রোনমি দুটি, ক্রপ সায়েন্স ১০টি ও ভেটেরিনারি বিভাগকে ১১টি কক্ষ বরাদ্দ দেওয়া হয়। আর ১৪টি চেম্বারের মধ্যে ফিশারিজ বিভাগকে দুটি, অ্যাগ্রোনমিকে দুটি, ক্রপ সয়েন্সকে পাঁচটি ও ভেটেরিনারি বিভাগকে পাঁচটি করে বরাদ্দ দেওয়া হয়।
ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক আফজাল হুসাইন বলেন, ‘শ্রেণিকক্ষ ও শিক্ষকদের চেম্বার একতরফাভাবে বণ্টন করা হয়েছে। আমরা সুষম বণ্টনের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছি। আমাদের সঙ্গে অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ একাত্মতা প্রকাশ করেছে। দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’
এ ব্যাপারে বক্তব্য জানতে কৃষি অনুষদের ডিন অধ্যাপক শাহানা কায়েসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে কলটি রিসিভ হয়নি।

রাবি সংবাদদাতা