ভ্রমণে প্রতিবন্ধীদের সঙ্গে রাখতে আহ্বান
সবার জন্য ভ্রমণ নিশ্চিত করতে ভ্রমণে প্রতিবন্ধীদের সঙ্গে রাখতে আহ্বান জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ বিষয়ক সংগঠন ‘সাস্ট ট্যুরিস্ট ক্লাব’। আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে বক্তারা এ কথা বলেন।
মঙ্গলবার দুপুর ১টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা অর্থনীতি বিভাগের শিক্ষক চৌধুরী আব্দুল্লাহ আল বাকী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আল আমীন মোস্তফা ভুইয়া, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, সাবেক সিনিয়র সহসভাপতি অর্জুন কুমার পাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি ভ্রমণ দলের সঙ্গে একজন করে প্রতিবন্ধীকে রাখুন। কারণ দেশের জনগোষ্ঠীর অন্যতম এ অংশ ভ্রমণের সুবিধা থেকে বঞ্চিত। তাদের মূল ধারায় এনে দেশের উন্নয়ন তরান্বিত করতে এ উদ্যোগ নেওয়া হলে ভ্রমণ সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে।
বক্তারা জানান, বর্তমান সরকার পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে। ২০১৬ সালকে সরকার পর্যটনবর্ষ হিসেবে ঘোষণা করেছে। এই শিল্পের উন্নয়ন করতে পারলে বাংলাদেশও নেপাল-ভুটানের মতো পর্যটনবান্ধব অর্থনীতি গড়ে তুলতে পারবে।

শাবিপ্রবি সংবাদদাতা