পরিবেশ বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবি, শ্রেষ্ঠ বক্তা মবিন

Looks like you've blocked notifications!
পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিতর্ক অনুষ্ঠান। ছবি : ডিইউডিএস

দশম আন্তবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে  ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। গত ২৭ মে বাংলাদেশ টেলিভিশন অডিটোরিয়ামে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় বুয়েটসহ শীর্ষ ১৫ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় ডিইউডিএস।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মবিন মজুমদার। বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর।

দেশের শীর্ষস্থানীয় ১৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ডিইউডিএস দলে ছিলেন মবিন মজুমদার, অর্পিতা গোলদার ও মো. সাদিউর রহমান। 

অন্যদিকে, চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) দলের বিতার্কিক ছিলেন মোহাম্মদ রেদোয়ান জাকির, অর্জন ত্রিপুরা এবং সাঈদ বিন মহিউদ্দিন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৪০ হাজার এবং রানার্সআপ দলকে ৩০ হাজার টাকার প্রাইজ মানিসহ ক্রেস্ট দেওয়া হয়।

বিতর্কে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়।

দেশের তরুণ সমাজের মধ্যে পরিবেশ দূষণ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে আন্তবিশ্ববিদ্যালয় এ বিতর্ক প্রতিযোগিতাটি প্রতিবছরই আয়োজন করে থাকে পরিবেশ অধিদপ্তর। 

সারা দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাছাইকৃত বিতর্ক দলের ভেতর এই সম্মানজনক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। 

এ বছর ফাইনাল রাউন্ড পর্যন্ত চারটি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়নের তকমা জিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।