টানা পঞ্চমবার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
টানা পঞ্চমবার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচত হয়েছে রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।
জানা গেছে, আজ মঙ্গলবার (৬ মে) সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অন্যান্য ক্যাটাগরির প্রতিযোগিতা গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। বিচারকমণ্ডলী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত করেন।
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ সভাপতির দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা। তিনি এমন অর্জনের জন্য শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য, অভিভাবকসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
প্রতিষ্ঠানটিতে গ্রুপ স্কাউট লিডার হিসেবে আছেন স্কাউটার মো. ইসমাইল হোসেন জাবেদ। এ পর্যন্ত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের ৭২ জন স্কাউট ও স্কাউট নেতা বিশ্বের ১২টি দেশে বিভিন্ন স্কাউটিং প্রোগ্রামে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭, ২০১৮, ২০১৯ এবং ২০২২ সালেও জাতীয় শিক্ষা সপ্তাহ থানা, মহানগর, বিভাগ ও জাতীয় পর্যায় শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করে এই শিক্ষাপ্রতিষ্ঠান।