ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

Looks like you've blocked notifications!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ সেশনের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি)। এদিন বেলা ১১টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে এবারের ভর্তি যুদ্ধ।

গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার বেলা ১১টায় ঢাকাসহ দেশের আট বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হবে। এবার এই ইউনিটে মোট আবেদন জমা পড়েছে এক লাখ ১২ হাজার ২৭৪টি। এর মধ্যে মানবিক বিভাগ থেকে ৫১ হাজার ৩৯১, বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ হাজার ৮৩৪ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ হাজার ৪৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর আগে গত ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীদের আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান জানান, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ নম্বরের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।

বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

এ ছাড়া আগামীকাল শনিবার ব্যবসায় শিক্ষা ইউনিট, আগামী ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট ও ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।