ঢাবির সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইদের নতুন কমিটি গঠনের তারিখ ঘোষণা

Looks like you've blocked notifications!

ঢাকা বিশ্ববিদ্যালয়েরর (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি আগামী ৮ মার্চ গঠন করা হবে। কমিটির নতুন সদস্য নির্বাচনের জন্য ফরম জমা নেওয়া শুরু হয়েছে। ৮ মার্চ (শুক্রবার) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে নতুন কমিটি গঠন করা হবে।

স্বচ্ছ ও গঠনতান্ত্রিক উপায়ে নতুন কমিটি গঠনের জন্য বিভাগের শ্রদ্ধেয় ও জেষ্ঠ্য সদস্যদের নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনে সদস্যরা হলেন : প্রধান নির্বাচন কমিশনার ড. মো. গোলাম রহমান। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আবু আলম মো. শহীদ খান, কাজী রওনক হাসান, অধ্যাপক মফিজুর রহমান ও শাওন্তী হায়দার।

আজ রোববার (৩ মার্চ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের নিবন্ধিত সদস্যরাই শুধু নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহপত্র সংগ্রহ করে পূরণ করতে হবে। একজন সদস্য সর্বোচ্চ দুটি পদে আলাদা দুটি ফরম পূরণ করে জমা দিতে পারবেন। ৩ মার্চ থেকে ৬ মার্চ দুপুর ২টার মধ্যে ফরম জমা দিতে হবে।

নির্বাচন কমিশনার অধ্যাপক মফিজুর রহমানের অফিস কক্ষ লেকচার থিয়েটার ভবনের রুম নম্বর ৪২৭-এ রোববার, সোমবার ও মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮ টা, শাওন্তী হায়দারের সামাজিক বিজ্ঞান ভবনের বিভাগীয় অফিস কক্ষে সোমবার, মঙ্গলবার ও বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে। 

ফরম জমা শেষে ৭ মার্চ নির্বাচন কমিশন প্রার্থীদের আগ্রহপত্র যাচাই-বাছাই করবেন। ৮ মার্চ কমিটি গঠনের জন্য ভোট অনুষ্ঠিত হবে।