গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের নতুন কমিটি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়ের (বশেমুরবিপ্রবি) সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি দৈনিক আমার সংবাদের বশেমুরবিপ্রবি প্রতিনিধি হৃদয় সরকার এবং সাধারণ সম্পাদক প্রতিদিনের সংবাদের বশেমুরবিপ্রবি প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। আজ বুধাবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরাম কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসিরুদ্দিনের উপস্থিতিতে দুপুর ১২টায় নির্বাচন শুরু হয় এবং শেষ হয় দুপুর ২টায়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের প্রভাষক পার্থসারথী রায়, বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের উপদেষ্টা শেখ আবদুর রহিম। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের উপদেষ্টা মেজবা রহমান সুপ্ত।
নবগঠিত কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি গোলাম রাব্বি (প্রতিদিনের বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক কৌশিক দাশ (দৈনিক বাংলাদেশ সংবাদ), দপ্তর সম্পাদক সিহাব বিশ্বাস (দৈনিক আজকের অর্থনীতি), সহদপ্তর সম্পাদক মুহিব খান (বায়ান্ন নিউজ), অর্থবিষয়ক সম্পাদক মো. আসিব ইকবাল (দৈনিক সকালের শিরোনাম), সহঅর্থবিষয়ক সম্পাদক জুবাইদা রহমান তুলি (দৈনিক কালের খবর), প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক রাফসান ইসলাম (দৈনিক দেশান্তর), সহপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শান্ত সাহা (দৈনিক মানবচিত্র), সহপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পূর্ণিমা সরকার (এশিয়ান মিরর), সহপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. সাকিব শেখ (দৈনিক অভিযোগ)। এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন আফিফা নাজনীন আশা ও বৃষ্টি সূত্রধর।
নবনির্বাচিত কমিটির সভাপতি হৃদয় সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ফোরাম শিক্ষার্থীদের কাছে একটি নির্ভরযোগ্য সংগঠন। আমি এ সংগঠনের দায়িত্ব পেয়ে খুবই আনন্দিত।
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আমি সত্যিই খুব আনন্দিত। আশা করি আমার কলমের মাধ্যমে সব অন্যায়ের প্রতিবাদ করতে পারব।