শিশুদের শিক্ষায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘হাতে খড়ি’ আয়োজন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ক্লাব সম্প্রতি বেদে সম্প্রদায়ের শিশুদের শিক্ষায় সহায়তা প্রদানের লক্ষ্যে একটি ‘হাতে খড়ি’ অনুষ্ঠানের আয়োজন করে। এটি একটি ছোট এনজিও পরিচালিত স্কুলে অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের লেখাপড়ার জগতে পরিচিত করানো হয়।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা শিশুদের সৃজনশীলভাবে নিজেদের প্রকাশ করতে এবং সাক্ষরতা বাড়াতে উৎসাহিত করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে পেন্সিল প্রদান করা হয়। শীর্ষ তিনজনকে খাতা, পরবর্তী তিনজনকে রাবার এবং বিশেষ উপহার হিসেবে দুইজন কিশোরীকে মেহেদি দেওয়া হয়।
এটির মূল উদ্দেশ্য ছিল– একটি মজাদার এবং আকর্ষণীয় শিক্ষার পরিবেশ তৈরি করা, যা এই শিশুদের জন্য শিক্ষা আরও সহজলভ্য এবং আনন্দদায়ক করে তুলবে। এ ধরনের ছোট উদ্যোগসমূহ অর্থবহ পরিবর্তনের দিকে এগিয়ে নিতে পারে, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে সহায়তা করে।

এই উদ্যোগটি সমাজের বিভিন্ন সমস্যার সমাধান এবং অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা প্রচারের প্রতি পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান ক্লাবের প্রতিশ্রুতির প্রতিফলন।
এর আগে, ক্লাবটি স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ‘হাজারো কণ্ঠে স্বাধীনতা’ মতো ইভেন্ট আয়োজন করেছে, এই অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের শিল্পকর্ম ও কবিতার মাধ্যমে বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ এবং ২৬ মার্চের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার সুযোগ পেয়েছে।
‘হাতে খড়ি’ আয়োজনের মাধ্যমে, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান ক্লাব বেদে সম্প্রদায়কে শিক্ষার মাধ্যমে ক্ষমতায়নের দিকে একটি প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে, যা সামাজিক পরিবর্তনে সম্মিলিত প্রচেষ্টার প্রভাবকে তুলে ধরে।