নজরুল বিশ্ববিদ্যালয়ের ইউটিএল’র নেতৃত্বে শামসুজ্জামান-হারুন

সম্প্রতি আত্মপ্রকাশ করা দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ১০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কমিটি ঘোষণা করেন ইউটিএল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ, যুগ্ম সদস্য সচিব মো. জিল্লাল হোসাইন, ট্রেজারার ড. মো. জাহিদুল ইসলাম এবং আহ্বায়ক সদস্য হিসেবে রয়েছেন- মো. নুরে আলম, ইদ্রিস আলী, সাইয়েদ আজহারুল ইসলাম, সুমনা আক্তার সুমি ও মো. আবির হোসেন।
ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. বিলাল হোসাইন বলেন, জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা- এই চার মূলনীতি নিয়ে ২০২৫ সালের জুলাইয়ে ইউটিএল আত্মপ্রকাশ করে। সংগঠনটি শিক্ষকদের মর্যাদা, গবেষণার উৎকর্ষতা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
আহ্বায়ক ড. মুহাম্মদ শামসুজ্জামান বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে শিক্ষকদের জাতির দিকনির্দেশক হিসেবে কাজ করতে হবে। ইউটিএল সেই দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।