চবিতে আওয়ামীপন্থী সহকারী অধ্যাপক আটক
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যায় সমর্থন দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভকে আটক করেছে শিক্ষার্থীরা।
আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষক কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আইন অনুষদের দায়িত্ব পালন করছিলেন। তার ক্যাম্পাসে উপস্থিতির খবর পেয়ে চাকসু প্রতিনিধিরা সেখানে যান। এ সময় চাকসু প্রতিনিধিদের উপস্থিতি টের পেয়ে তিনি পেছনের পথ দিয়ে পালানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করে আটক করে।
শিক্ষার্থীদের দাবি, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর চালানো ‘গণহত্যা’কে সমর্থন এবং ফ্যাসিবাদী শক্তির দোসর হিসেবে কাজ করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে রোমান শুভর বিরুদ্ধে।
চাকসুর আইনবিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তাওহীদ বলেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে রোমান শুভর বিরুদ্ধে। আওয়ামী শাসনামলে সহকারী প্রক্টর থাকাকালীন তিনি গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে মামলা দিয়েছিলেন। আইন অনুষদের শিক্ষার্থী জুবায়েরের বিরুদ্ধে এমন মামলার উদাহরণ আমাদের কাছে রয়েছে।
আটকের বিষয়ে অভিযুক্ত শিক্ষক হাসান মুহাম্মদ রোমান শুভ বলেন, আমি কোনো মৌন মিছিলে অংশ নিইনি। কেউ তা প্রমাণ করতে পারলে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব। জুলাই আন্দোলনে আমি কোথাও (বিপক্ষে) অংশ নিইনি।
শিক্ষার্থীদের বহিষ্কারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি বোর্ড অব রেসিডেন্সের সদস্য ছিলাম না, তাই বহিষ্কার করার সুযোগ আমার নেই। আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত নই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, অভিযুক্ত শিক্ষক আগে সহকারী প্রক্টরের দায়িত্বে ছিলেন এবং নীল দলের সক্রিয় সদস্য ছিলেন। পতিত আওয়ামী সরকারের সময় তিনি ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যুক্ত ছিলেন- এ বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। তার বিরুদ্ধে জুলাই গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগ তদন্তাধীন। তবে তিনি যদি আগে থেকে নিরাপত্তা নিয়ে প্রশাসনকে অবহিত করতেন, তাহলে হয়তো তার মর্যাদা ক্ষুণ্ন হওয়ার মতো পরিস্থিতি এড়ানো যেত।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)