নদী পার হয়ে, রিকশায় করে ভোটকেন্দ্রে ‘ব্রিটিশ আমলের’ মঞ্জু নন্দী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিতে নারায়ণগঞ্জ হাইস্কুল কেন্দ্রে এসেছেন ৮৬ বছর বয়সি মঞ্জু নন্দী। আজ রোববার সকালে ভোট দেওয়ার পর তিনি বলছিলেন, ‘অনেক কষ্ট করে ভোট দিতে এসেছি। অনেক কষ্ট হয়েছে। এমন কষ্ট আর কখনও হয়নি। আমার বাড়ি বন্দর হলেও আমি ভোটার নারায়ণগঞ্জ হাইস্কুলের পাশে।’
মঞ্জু নন্দী বলেন, ‘বন্দর থেকে আসছি। শীতলক্ষ্যা নদী পার হয়ে, রিকশায় করে অনেক পথ ভেঙে আসছি। আমি এখানকার ভোটার তাই ভোট দিতে আসা লাগছে।’
বয়স কত জানতে চাইলে মঞ্জু নন্দি বলেন, ‘আমার বয়স এখন ৮৬ বছর, আমার সঙ্গের সবাই মারা গেছে। আমি ১১৫ বছর বাঁচতে চাই।’
‘আপনি তো অনেক পুরোনো মানুষ’ বলার সঙ্গে সঙ্গেই প্রতিবেদকের হাত ধরে বলেন, ‘তুমি তো নাতির চেয়ে ছোট হবা, আমার কথা বলতে, হাটতে কষ্ট হয় এখন। কিন্তু আমি আইয়ুব খান, ভাসানী, শেখ সাহেব সবাইকে দেখেছি। ব্রিটিশ আমলের লোক আমি।’
ভোট দেওয়ার বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আমি ভালোভাবে ভোট দিতে পেরেছি৷ এ যন্ত্রে (ইভিএম) আমার ভোট দিতে সমস্যা হয়নি। আমি চোখে কম দেখি, তাই একটু সময় লেগেছে।’
পরিবারে কে কে আছে, জানতে চাইলে মঞ্জু নন্দী বলেন, ‘আমার চার ভাগ্নে, বোন, বোনজামাই আর ভাইয়ের মেয়ে আছে। আমি নিজে বিয়ে করিনি। ভাগ্নে-ভাতিজাদের মানুষ করেছি।’