মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) সকাল ৮টা থেকে শুরু হয় এই ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২০১৩ সালে সিটি করপোরেশন গঠিত হবার পর তৃতীয় নির্বাচন এটি। এই ভোটে মেয়র পদে লড়ছেন আট প্রার্থী।
মেয়রপ্রার্থীরা হলেন—আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন (টেবিল ঘড়ি), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাতপাখা), জাকের পার্টির মনোনীত প্রার্থী রাজু আহমেদ (গোলাপ ফুল), গণফ্রন্টের আতিকুল ইসলাম (মাছ), স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি (হাতি) ও হারুন অর রশিদ (ঘোড়া)।
কে কোথায় ভোট দেবেন
আজমত উল্লা খান আরিচপুরের বউ বাজার রোডে অবস্থিত টঙ্গী দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। জায়েদা খাতুন তার ছেলে জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে যাবেন কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। গাজী আতাউর রহমন ভোট দেবেন টঙ্গীর আরিচপুরে। সেখানে সিরাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তিনি। সরকার শাহনুর ইসলাম রনি ভোট দেবেন টঙ্গী পূর্ব থানার পাশে শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসাপাতাল কেন্দ্রে।
এসব সব প্রার্থীদের ভোট সংশ্লিষ্টদের দেওয়া তথ্যে এসব জানা গেছে। তথ্যমতে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সবাই তাদের ভোটপ্রদান শেষ করবেন।