ভারি বর্ষণেও প্রচার-প্রচারণায় ব্যস্ত সিলেট সিটির প্রার্থীরা
সিলেটে কয়েক দিন ধরেই ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায়ও অতি ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এ পরিস্থিতিতে থেমে নেই সিলেট সিটি করপোরেশন নির্বাচনের শেষ সময়ের প্রচারণা। আগামীকাল সোমবার (১৯ জুন) শেষ হচ্ছে প্রচারণার সময়সীমা। ফলে পাড়া-মহল্লা, ব্যবসাপ্রতিষ্ঠান, বস্তি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশনের ভোটগ্রহণ।
আজ রোববার (১৮ জুন) সকাল থেকেই প্রার্থীদের পক্ষে মিছিল, স্লোগান ও মাইকিং ছিল অন্যান্য দিনের তুলনায় কয়েক গুণ বেশি। তবে মেয়র প্রার্থীদের মধ্যে প্রচারণা ও গণসংযোগে অধিক ঘাম ঝরাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল।
নগরীর সর্বত্র বইছে নির্বাচনি হাওয়া। সড়ক, পাড়া, মহল্লা প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের ঘরে ঘরে। এ ছাড়া চলছে মাইক বাজিয়ে প্রচারণা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রচারণা চালাচ্ছেন অনেক প্রার্থী।
আজ দুপুর ২টার দিকে নগরীর শিবগঞ্জ এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি গ্রিন-ক্লিন-স্মার্ট সিলেট গড়ার অঙ্গীকার ব্যক্ত করে নৌকার জন্য ভোট চান।
অপরদিকে জাতীয় পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুলও সরকারের নানা সমালোচনা, সিলেটের নানা সমস্যা ও সম্ভাবনার কথা বলে লাঙ্গল মার্কায় ভোট চান।