বিএনপির নেতাকর্মীদের সিলেট বিমানবন্দরে ভিড় না করার নির্দেশ
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিমানযোগে লন্ডন থেকে স্বদেশে প্রত্যাবর্তন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি লন্ডন থেকে আসার পথে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে পরবর্তীতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে দল। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে সমবেত হওয়া বা ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই নির্দেশনার কথা জানান। বিবৃতিতে তিনি সিলেট জেলা ও মহানগরসহ সিলেট বিভাগের বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় এই শৃঙ্খলা ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে এক ঐতিহাসিক মুহূর্তে দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা। তার আগমনকে কেন্দ্র করে সারাদেশে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করলেও জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এই সতর্ক অবস্থান নিয়েছে দলটি।

এনটিভি অনলাইন ডেস্ক