নৌকার প্রার্থীর একাধিক পেশা, বছরে আয় সোয়া কোটি টাকার বেশি
মোহাম্মদ আলী আরাফাত। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়বেন। নির্বাচন কমিশন (ইসি) আজ রোববার (১৮ জুন) তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে। তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ)। তবে, একাধিক পেশায় নিয়োজিত। নৌকার এই প্রার্থী এসব পেশা থেকেই বছরে আয় করেন সোয়া কোটি টাকার ওপরে।
ইসিতে জমা দেওয়া হলফনামায় থেকে জানা যায়, মোহাম্মদ আলী আরাফাত শিক্ষকতা, চিকিৎসা, আইন ও পরামর্শক ইত্যাদি পেশায় নিয়জিত। এসব পেশা থেকে তার বছরে আয় এক কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৬০৫ টাকা। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
আরাফাত তার পেশাগত আয় বাদে ব্যাংক সুদ থেকে বছরে আয় করেন ৯২ হাজার ৪৭৭ টাকা। তার স্ত্রী চাকরি করেন। তিনি চাকরি থেকে বছরে ৩৬ লাখ ৬০ হাজার টাকা আয় করেন। ব্যাংক সুদ থেকে আয় হয় দুই লাখ ১৮ হাজার ১৫৬ টাকা।
আরাফাত হলফনামায় জানিয়েছেন, তার কাছে নগদ ও ব্যাংক জমার স্থিতিসহ তিন কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৬০৬ টাকা রয়েছে। তার স্ত্রীর নগদ ও ব্যাংক জমার স্থিতিসহ ৮৩ লাখ ৭৭ হাজার ৫৪৯ টাকা রয়েছে এবং ব্যাংক ও আর্থিক খাতে জমার পরিমাণ ২৬ লাখ ২১ হাজার ১৮৩ টাকা।
আরাফাতের নামে বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারে বিনিয়োগ এক কোটি ২৯ লাখ ৬১ হাজার ৬৫০ টাকা। আর এসব খাতে স্ত্রীর বিনিয়োগ এক কোটি ৯৯ লাখ ৪০ হাজার।
আরাফাতের পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে বিনিয়োগ তিন লাখ টাকা। তার থাকা বাস, ট্রাক, মালগাড়ি ও মোটরসাইকেলের দাম ১৭ লাখ ২০ হাজার টাকা। আরাফাতের তিন লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। আরও তিন লাখ টাকার আসবাবপত্র রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
আরাফাত একটি ফ্লাট কেনার জন্য অগ্রিম দুই কোটি ৭০ লাখ টাকা দিয়েছেন। নিজ নামে আরাফাত স্ট্র্যাটেজিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (এসএফআইএল) থেকে ঋণ নিয়েছেন এক কোটি ১৭ লাখ ৬১ হাজার ৩৮৬ দশমিক ৯০ টাকা। আর তার স্ত্রীর নামে অপরিশোধিত শেয়ারের অর্থের পরিমাণ রয়েছে ৮০ হাজার টাকা।