গুলিস্তান-জিরো পয়েন্ট আওয়ামী বিরোধীদের দখলে
শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে রাজনীতিতে হঠাৎ উত্তেজনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে, তারা গুলিস্তানের জিরো পয়েন্টে জমায়েত করবে। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ আওয়ামী বিরোধীরা তাদের প্রতিরোধের ডাক দিয়েছে। এ উপলক্ষে গুলিস্তানের জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র-জনতা ও ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।
অন্যদিকে নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান নিয়েছে পুলিশও। পুলিশ এই এলাকাগুলো পাহারা দিচ্ছে। আজ রোববার সকাল ১১টার দিকে এ দৃশ্য দেখা গেছে।
সরেজমিন দেখা গেছে, আওয়ামী লীগের গুলিস্তানের কার্যালয়ের সামনে বিএনপিসহ ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তারা আওয়ামী বিরোধী নানান ধরনের স্লোগান দিচ্ছেন। জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। আর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চ তৈরির কাজ চলছে।
দেখা গেছে, আওয়ামী বিরোধীরা একে একে গুলিস্তান জিরো পয়েন্ট, আওয়ামী লীগের কার্যালয় ও এ এলাকায় জড়ো হতে শুরু করেছে।
এর আগে সকাল ৮টার দিকে, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে তার পরিবারের সদস্যরা জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষও সেখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, গুলিস্তান, নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকে জিরো পয়েন্টসহ রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশের বাড়তি উপস্থিতি দেখা গেছে।
এটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ৯ নভেম্বর তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ১০ নভেম্বর বিকেল ৩টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় এবং তাদের নেতাকর্মীদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানায়।
এছাড়া, শনিবার (৯ নভেম্বর) রাত থেকে গুলিস্তানে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য দল ও সংগঠনও অবস্থান নেয়। রাতে ছাত্রলীগের কর্মী সন্দেহে দুজনকে মারধর করার পর পুলিশে সোপর্দ করা হয়।