যত দিন আয়ু লেখা আছে, তত দিনই বাঁচব : সালমান খান

বলিউড ভাইজান সালমান খান বহু বছর ধরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। যার কারণে শান্তির ঘুম শেষ হয়ে গেছে ভাইজানের। যার ফলে তাকে তার নিরাপত্তা জোরদার করতে বাধ্য করা হয়েছে। কড়া নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে সর্বত্র চলাফেরা করতে হয়। তার জীবন এখন ঘুরপাক খায় শুধু বাড়ি আর শুটিং সেটের মধ্যে।
তবে যাকে নিয়ে এত কাণ্ড, সেই সালমানের কোনো ভয়-ডর নেই। নিজের ছন্দেই আছেন সালমান। কখনো হুমকিকারীদের বিষয়ে টুঁ-শব্দ করতে দেখা যায়নি তাকে। তবে এবার প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে মুখ খুললেন অভিনেতা।
সালমান বলেন, ‘ঈশ্বর, আল্লাহ সব সমান। আমি শুধু তাকেই মানি। মানুষের আয়ু যত দিন লেখা আছে, তত দিনই আমাদের বাঁচতে হবে। এটাই যে মাঝে মাঝে, আমাকে নিরাপত্তা দিতে কর্মকর্তারা এত ব্যস্ত হয়ে পড়েন, যা সমস্যা তৈরি করে।’
প্রসঙ্গত, ১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে কৃষ্ণসার মৃগ ও চিঙ্কারা হরিণ শিকার করেছিলেন সলমন। তারপর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান। ২০২৪-এ সালমানের ঘনিষ্ঠ মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে প্রকাশ্য রাস্তায় খুন করা হয়। সালমানের সঙ্গে বন্ধুত্বের মাশুল দিতে হয়েছে বাবা সিদ্দিকিকে, খুনের দায় স্বীকার করে এমনটাই বলেছিলেন লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। একইসঙ্গে সতর্কবার্তা দিয়েছিল সালমান খানের জন্যও। জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের তরফে হুমকি দিয়ে বলা হয়েছে, যারাই সালমান খানকে সাহায্য করবে, তাদের একই পরিণতি হবে!