ফের আইনি জটিলতায় সালমান খান
আবারও আইনি ঝামেলায় পড়েছেন বলিউড ভাইজান সালমান খান। একটি পান মশলা সংস্থার বিজ্ঞাপনে ভ্রান্ত তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে নায়কের বিরুদ্ধে। ভারতের রাজস্থানের কোটা ভোক্তা আদালত ইতোমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে নোটিশ জারি করেছে।
অভিযোগটি করা হয়েছে সালমান খান অভিনীত ‘ভুল তথ্যপ্রদ’ প্যান মসলা বিজ্ঞাপনের বিষয়ে। সালমান খান রাজশ্রী ব্র্যান্ডের মুখপাত্র হিসেবে কাজ করেন, যারা এলাইচি ও প্যান মসলা তৈরি করে। তবে তার উপস্থিতিতে প্রচারিত বিজ্ঞাপনগুলো বিভ্রান্তিকর দাবি করে রাজস্থানের আইনজীবী ও বিজেপি নেতা ইন্দরমোহন সিং হানি আদালতে অভিযোগ দায়ের করেছেন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সিনিয়র বিজেপি নেতা এবং রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি অভিযোগে জানান, রাজশ্রী প্যান মসলার বিজ্ঞাপনে ‘কেশর-যুক্ত এলাইচি’ ও ‘কেশর-যুক্ত প্যান মসলা’র মতো দাবি করা হচ্ছে, যা বাস্তবে সম্ভব নয়। তার যুক্তি, প্রতি কেজি কেশরের দাম যেখানে প্রায় ৪ লাখ টাকা, সেখানে ৫ টাকার প্যাকেটে কেশর থাকা বাস্তবসম্মত নয়। এই ধরনের দাবি সাধারণ ভোক্তাদের বিভ্রান্ত করে এবং তরুণদের প্যান মসলা সেবনে উৎসাহিত করে, যা মুখগহ্বর ক্যানসারের অন্যতম কারণ।
হানি বলেন, সালমান খান বহু মানুষের আইডল। ভারত ছাড়াও বিদেশে অনেক তারকা কোল্ড ড্রিংকস পর্যন্ত প্রচার করেন না। অথচ এখানে তারকারা তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করছে। আমি অনুরোধ করব, এ ধরনের ভুল বার্তা ছড়িয়ে যুবসমাজকে বিপথে ঠেলে দেবেন না।
অভিযোগের পর কোটা ভোক্তা আদালত সালমান খান ও রাজশ্রী নির্মাতা প্রতিষ্ঠানকে নোটিশ পাঠিয়েছে। আদালত উভয় পক্ষের আনুষ্ঠানিক জবাব চেয়েছে। এখনও উভয় পক্ষের উত্তর পাওয়া যায়নি। মামলার পরবর্তী শুনানি হবে ২৭ নভেম্বর।
প্রসঙ্গত, সালমান খান রাজশ্রী এলাইচির বিজ্ঞাপনে কাজ করেছেন বটে, তবে প্যান মসলার কোনো বিজ্ঞাপনে তিনি উপস্থিত ছিলেন না।

বিনোদন ডেস্ক